• ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের মানুষের যথাসাধ্য উন্নয়ন করব- ডঃ মোহাম্মদ সাদিক

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৩
সুনামগঞ্জের মানুষের যথাসাধ্য উন্নয়ন করব- ডঃ মোহাম্মদ সাদিক

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডঃ মোহাম্মদ সাদিক বলেছেন. আমি এ পর্যন্ত অনেক পরীক্ষা দিয়েছি. অনেক পরীক্ষা নিয়েছি.কিন্ত  আমার ফাইনাল পরীক্ষা আগামী ৭ জানুয়ারী।  এ পরীক্ষায় জনগন যদি নৌকা প্রতীকে ভোট দিয়ে পাশ করান আমি সুনামগঞ্জের উন্নয়নে যথাসাধ্য কাজ করব। সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ব্রীজের জন্য চোখের পানি ফেলেন। আমি ক্ষমতা পেলে ফতেহপুর. পৈনদা  ও ধারার গাও সহ আরও কিছু ব্রীজ করে মানুষের চোখের জল মুছে দেব। সুনামগঞ্জ শহর থেকে বিকল্প পথে বের হবার জন্য একটি বাইপাস প্রয়োজন সেটি করব। শহর রক্ষা বাঁধের খুব দরকার এটি করে শহরের প্রতিরক্ষা হবে এবং একটি সুন্দর ওয়াকওয়ে করব।  তিনি বলেন যুব সমাজ কে মাদক. সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে মুক্ত রাখতে খেলার মাঠ নির্মাণ করব। মোহাম্মদ সাদিক আরও বলেন  একটি মাষ্টার প্ল্যান করে সুনামগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করব। সুনামগঞ্জ শহর কে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। তিনি বলেন সুনামগঞ্জ জেলার চতুর্দিকে সীমান্ত এলাকা. বৈধ ভাবে যদি সীমান্ত খোলে দেয়া যায় তাহলে সুনামগঞ্জ আরেক জীবন ফিরে পাবে। জন নেত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রা শুধু সুনামগঞ্জ নয় বিশ্বম্ভরপুর পর্যন্ত পৌঁছে দেব। রেল লাইন সুনামগঞ্জ শহরে আসলে বিশ্বম্ভরপুর ও যেন যায় সে লক্ষে কাজ করব। এ জন্য আপনাদের সহযোগিতার দরকার।  আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে ক্ষমতাসীন করলে আমি কাজ করার সুযোগ পাব।
২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১ টায় সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ জেলার কর্মরত সাংবাদিক দের সাথে শুভেচ্ছা বিনিময় কালে ডঃ মোহাম্মদ সাদিক এসব কথা বলেন। এ  সময় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন. সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল. সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম. মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।