লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী . পুলিশ. ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর. বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য. গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।এসময় প্রশাসনের কর্মকর্তারা কঠোরভাবে হুশিয়ারি করে বলেন যারা সরকার নির্দারিত মুল্যের বাহিরে পেয়াজের দাম রাখেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সরকারের নির্ধারিত মূল্যের মধ্যেই কম লাভে বিক্রয়ের জন্য সকল পাইকারী ও খুচরা বিক্রেতাদের অনুরোধ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহের সঞ্চলানায় এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লা বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুলইসলামখান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক এনাম হক, ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক আল আমীন, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি আব্দুল আউয়াল.সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সহভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র, সাংবাদিক বিন্ধু তালুকদার, শহীদনূর আহমেদ, পাইকারী ব্যবসায়ি মুতিউর রহমান, মোশারফ হোসেন প্রমুখ।