এস. হোসেইন: সুনামগঞ্জ জেলার ছাতক থানার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, সিংচাপইড় গ্রামের প্রবীণ আলিম মাওলানা: আ,ন,ম ফয়জুননুর সাহেবের মৃত্যুতে শোক প্রস্তাব জ্ঞাপন করেছেন সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর সভাপতি সারওয়ার হোসেইন সুজন, সেক্রেটারি ছানাওর আলী, ট্রেজারার হাজী আলী আহমদ, অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা আকিকুর রহমান সহ সংগঠনের সকল উপদেষ্টা ও সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত আ,ন,ম ফয়জুননুর সাহেব
গত ১২ই ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সিলেট আল রাইয়ান হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র ৩ কন্যা সন্তান,নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে উনার বয়স ছিলো ৭০ বছর।
তিনি সিংচাপইড় আলিম মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে শুললিত কন্ঠে তাফসীর পেশ করতেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা, ইংল্যান্ড ও বাংলাদেশে বিভিন্ন মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। দারুল কেরাত মাজিদিয়া ফুলতলী সিংচাপইড় মাদ্রাসা কেন্দ্রের দীর্ঘদিন নাজিম হিসেবে দায়িত্ব পালন করেন।যুক্তরাজ্যে থাকাকালীন অবস্থায় তিনি বাংলাদেশী বিভিন্ন টিভি চ্যানেলে ফান্ড রাইজিং প্রোগ্রামে অতিথি হিসাবে উপস্থিত থাকতেন।
বুধবার সিংচাপইড় ইসলামীয়া হাফিজিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজায় তার সহকর্মী, ছাত্র- শিক্ষক সহ স্থানীয় রাজনীতিবিদ, সমাজকর্মী ,আত্বীয় স্বজনসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।