• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের হাতে গাঁজা সহ বউ শাশুড়ি আটক

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৩
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের হাতে গাঁজা সহ বউ শাশুড়ি আটক
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার এসআই মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ বউ শাশুড়ি সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
  বুধবার (৬ ডিসেম্বর .) গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বম্ভরপুর থানার নতুনপাড়া এলাকা হতে একটি অটো রিক্সা সহ তিন মাদক কারবারি কে আটক করেন।  তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয় ।আটক কৃতরা হচ্ছে  বিশ্বম্ভপুর থানার রাজা পাড়া (মুজিব পল্লী) গ্রামের মোঃ আব্দুল আলীমের স্ত্রী কুলসুমা বেগম (৪০), একই থানার আলীপুর গ্রামের মোঃ আলী আকবরের স্ত্রী আসমা বেগম (৩০), তারা দুজন বউ শাশুড়ি। এছাড়াও জগন্নাথপুর (নলিয়াপুর) গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে আব্দুল জলিল (২০) কে  ও আটক করা হয়। আটককৃত আসামিগণের কাছে থাকা একটি অটোরিক্সা তল্লাশি করে ২ কেজি মাদকদ্রব্য (গাঁজা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।