||মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটির মানিকছড়ি চেকপোস্টে পুলিশ রোববার সাড়ে ৩টায় বিলুপ্তপ্রায় ১ টি তক্ষকসহ ১জন পাচারকারীকে আটক করেছে। তার নাম সুমন মিয়া(৩০)।
মানিকছড়ি পুলিশ ক্যাম্প ইনচার্জ নয়ন চক্রবর্তী জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও বন বিভাগ মানিকছড়ি চেকপোস্টে ওঁৎ পেতে থাকেন। বেলা আনুমানিক পৌনে ৪ টার সময় সন্দেহভাজন ব্যাক্তি ঘটনাস্থলে পৌছুতেই তাকে তল্লাশি চালিয়ে ১ টি দূর্লভ প্রজাতির তক্ষক জব্দ করে। এ সময় সে পালাতে চাইলে পুলিশ ও বন বিভাগের কর্মীরা তাকে ঝাপটে ধরে ফেলে। আটক মো: সুমন মিয়া খাগড়াছড়ি জেলার দিঘীনালার ছোট মেরুন’র বাসিন্দা মো: ইউসুফ আলীর ছেলে।
উল্লেখ্য যে তক্ষক বিষয়ে প্রতারকরা বিভিন্ন ধরনের প্রলোভন ও কোটি টাকা ইনকামের গল্প চর্চা করে বিলুপ্তপ্রায় এই দূর্লভ প্রাণী নিয়ে ব্যবসা করে আসছে। যে কারণে পাহাড়ি অঞ্চল থেকেও প্রাণীটি এখন বিলুপ্তির পথে এসে ঠেকেছে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যপ্রাণী রক্ষায় পুলিশ বনবিভাগের কাজে সহযোগিতা করেছে। আইনি কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।