• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাবিপ্রবিতে“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”শীর্ষক কর্মশালা

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৩
রাবিপ্রবিতে“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”শীর্ষক কর্মশালা

||মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)’র আয়োজনে শনিবার (২৫ নভেম্বর) “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে সকাল ১ ০ টায় অনুষ্ঠিত

কর্মশালায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন’র ইনফরমেশন ম্যানেজমেন্ট কমিউনিকেশনস এন্ড ট্রেনিং (আইএমসিটি) বিভাগ’র প্রোগ্রামার দ্বীজেন্দ্র চন্দ্র দাশ।


প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন, স্মার্ট সিটিজেন গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। শিক্ষাকে ধারণ করে গবেষণা চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। গবেষণা লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষা ক্ষেত্র এবং দেশ এগিয়ে যাবে এবং তখনই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার পরিবেশ সুস্থভাবে পরিচালনা করতে হবে। শিক্ষার্থীরা যেন সুস্থভাবে পড়াশুনা করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণায় বেশি জোর দিতে হবে। প্রচুর উদ্ভাবনী কাজ করতে হবে, নতুন নতুন প্রযুক্তির দিকে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে। তরুণ প্রজন্ম আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেকে তৈরি করতে সক্ষম । যেন তারা স্মার্ট বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আর এতেই “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”সম্ভব হবে।

রাবিপ্রবি’র রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়’র বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।