লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ; সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের আয়োজনে ও সুচনা কর্মসূচির সহযোগিতায় ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় সুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তানজিনা বেগম. মাজেদা আক্তার. শাহেনা আক্তার. ফিরোজ মিয়া. শিক্ষক ফাহমিদা আক্তার. কৃষি অফিসার বিকাশ কান্তি তালুকদার। এছাড়াও মুক্তিযোদ্ধা. সাংবাদিক. শিক্ষক. ইমাম. পুরোহিত. মৎস্য জীবি.সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দুর্যোগ মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি ও সতর্ক থাকার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন আয়োজন কারী সহ অন্যান্য অংশীজনেরা।