লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে ও আশিকুর রহমান রিপন সুনামগঞ্জ সদর. পৌর ও সুনামগঞ্জ সরকারী কলেজ শাখার কমিটি অনুমোদন দিয়েছেন। এতে সুনামগঞ্জ ছাত্রলীগের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। নতুন নেতৃত্ব শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও দলের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাহমুদুল হোসেন পলাশ, সাধারণ সম্পাদক শাফায়েত জামিল। কমিটির অন্য সদস্যরা হলেন— সহ সভাপতি রেজুয়ান আহমেদ ইউনুস, সানুয়ার হোসেন, আনিযুজ্জামান উজ্জ্বল, মুজাম্মেল হোসেন রিয়াদ, আরশাদ মাহি, আনজামুল হক শিপন, আবু তালহা মিতুল, গৌতম পাল, যুগ্ম সাধারণ সম্পাদক হুজায়ফা হুদা অনিক, রুহুল আমিন, সাফোয়ান আহমেদ, ইফতেকার চমক ইফতি, সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আহমেদ নিরব, মিনহাজুর রহমান সায়েম, মাহির হোসাইন, অভিজ্ঞান দাস সামন্তন প্রমুখ।
সুনামগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন সালাউদ্দিন আহমেদ শিহাব এবং সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার রাজা।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহ সভাপতি রুকন আহমদ, আল মামুন, মেহেদী হাসান সাব্বির, আশাদুল ইসলাম অন্তর, পার্থ সরকার, অমিত দাস গুপ্ত, বিশাল দে, আহসানুল কবির সাকিব, শাহরিয়ান নুর সুজন, আহমেদ হোসেন পীর, সনি নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিতম চৌধুরী অংকুর, ওবায়েদ হোসেন, অরিন্দম দে তীর্থ, ফাইয়াজ আহমেদ তুষার, সাংগঠনিক সম্পাদক পলক গুণ অনিদ্য, মো. আসাদুজ্জামান উজ্জ্বল, সিমান্ত পাল, মাহি হক প্রমুখ।সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন মো. রিমন রহমান এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছির আহমেদ জাওয়াদ। কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি হিমেল মাহমুদ, আব্দুল কাইয়ুম, ইফতিয়াজ আকাশ, মনিরুজ্জামান মিলন, রেজুয়ান আহমেদ সাগর, সোহানুর রহমান সোহান, রিয়েল বনিক, সালেহ আহমেদ পীর, কামরান হাসান পলাশ, সফিনুর আলম রাহাত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান তানিম, অমিত হাসান, অন্তর আহমেদ, ফাহিম আহমেদ নাইম, সাংগঠনিক সম্পাদক বিনয় রায়, ইফতিয়াজ চয়ন ইমতি, সামিউল গণি চৌধুরী এরিক, জুবায়ের পামু প্রমুখ।