• ৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ইসলামগঞ্জ ডিগ্রী কলেজে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৩
সুনামগঞ্জে ইসলামগঞ্জ ডিগ্রী কলেজে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ ডিগ্রী কলেজে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে এবং নিরাপত্তাকর্মী পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে পরীক্ষার্থী, অভিভাবক এবং এলাকাসীর উদ‍্যোগে ইসলামপুর ডিগ্রী কলেজের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব‍্য রাখেন কলেজ গভর্নিংবডির সদস‍্য পাভেল আহমদ, অভিভাবক তাজ মাহমুদ, লিয়াকত আলী, সাজিদুর রহমান, নিজাম উদ্দিন, জিয়াউল হক, পরীক্ষার্থী এমদাদুল হক মিলন, তানভীর আহমদ, ফখরুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে এবং নিরাপত্তাকর্মী পদে নিয়োগ পরীক্ষা ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। এই কারণে নিয়োগ পরীক্ষা বাতিল সহ অনিয়মকারীদের বিরুদ্ধে আইনী ব‍্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এই বিষয়ে ইসলাগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ জামাল হোসেন বলেন, কলেজে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় অংশ নেয় ১০ জন পরীক্ষার্থী। পরীক্ষায় পাশ হওয়া ৫ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিলে কমিটি বিধি মোতাবেক ১ জনকে নিয়োগ দেন।
তিনি আরও বলেন, নিরাপত্তাকর্মী পদে লিখিত পরীক্ষায় পাশ করে ৪ জন। পরে ১ জনকে কমিটি বিধি মোতাবেক নিয়োগ দেয়।