• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৩
সুনামগঞ্জে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু. সুনামগঞ্জ: ১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ.  এন এস আই  উপ পরিচালক  আরিফুর রহমান. সুনামগঞ্জ সদর ইউএনও সালমা পারভীন. জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়.কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন. জেলা শিশু বিষয়ক কর্ম কর্তা বাদল বর্মন. জেলা মহিলা বিষয়ক কর্ম কর্তা রেজাউল করিম. সহকারী কমিশনার বোরহান উদ্দিন. জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার শরিফ উদ্দিন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু. জেলা ক্রীড়া অফিসার আল আমিন. জেলা শিল্প কলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাভেল সহ অন্যান্য কর্ম কর্তা গণ। আগামী ১৮ অক্টোবর দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্ম সুচির মধ্য দিয়ে পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। কর্ম সুচির মধ্যে পুষ্প স্তবক অর্পণ. র‌্যালী. আলোচনা সভা দোয়া মাহফিল সহ অন্যান্য কর্ম সুচী রয়েছে। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী দিবস টি পালনে সর্ব স্তরের মানুষের অংশগ্রহন করার আহবান জানান।