সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকায় যাত্রীবাহী বাস চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন তাওহিয়া আক্তার (১৩) ও এমরান মিয়া (৪২)। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকালে দিরাই সুনামগঞ্জ সড়কের পাথারিয়া এলাকায় চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে সাকিন পরিবহনের একটি বাস দিরাই যাচ্ছিল অন্যদিকে দিরাই থেকে ২ জন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা সুনামগঞ্জে আসছিল। যাত্রীবাহী বাসটি সিএনজি অটোরিকশা কে সাইড দিতে গিয়ে সিএনজি অটোরিকশার উপরে ওঠে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনা স্থলে সিএনজি অটোরিকশার দুই যাত্রী মারাযান ও অটোরিকশা চালক গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশা উদ্ধার করেন। সিএনজি অটোরিকশা থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করে। শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিশির কুমার দাস বলেন, যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশা একে অপরকে সাইড দিতে গিয়ে এঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার দুই যাত্রী ঘটনা স্থলে মারাযান। শান্তিগঞ্জ থানার এস আই সুব্রত রায় জানান, পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের গ্রামের বাড়ি দিরাই উপজেলার শরীফপুর গ্রামে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।