• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ১৮ ও আহত ২৭

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৩
মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ১৮ ও আহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক:মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি বাস উল্টে ১৮ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রগামী অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যতো দুর্ঘটনা ঘটেছে এটি তার মধ্যে সর্বশেষ ও ভয়াবহ।

ওক্সাকা এবং প্রতিবেশী পুয়েব্লাকে সংযোগকারী একটি হাইওয়েতে ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

মেক্সিকোর জাতীয় অভিবাসন সংস্থা জানিয়েছে, বাসটিতে ৫৫ বিদেশি আরোহী ছিলেন।

উল্লেখ্য, বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসন প্রত্যাশী বাসে মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র পৌঁছানোর চেষ্টা করে। ভয়াবহ দুর্ঘটনা, অপরাধী চক্র দ্বারা অপহরণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাঁদাবাজির শিকার হওয়ার ঝুঁকি নিয়েই তারা এই চেষ্টা চালায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টাকালে ২০১৪ সাল থেকে এই পর্যন্ত আট হাজার দুশোরও বেশি অভিবাসন প্রত্যাশী নিহত কিংবা নিখোঁজ হয়েছে।