• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

দুবাই,বাহরাইন হয়ে সৌদী আরব যাচ্ছেনএমপি মানিক,১৩ অক্টোবর জেদ্দায় সংবর্ধনা:প্রস্তুতি সভা সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৩
দুবাই,বাহরাইন হয়ে সৌদী আরব যাচ্ছেনএমপি মানিক,১৩ অক্টোবর জেদ্দায় সংবর্ধনা:প্রস্তুতি সভা সম্পন্ন

বিবিএন ডেস্ক:সুনামগঞ্জ-৫,ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এক সংকিপ্ত সফরে সৌদি আরব,দুবাই ও বাহরাইন চলে যাচ্ছেন। সংকিপ্ত সফর শেষে১৮ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সৌদী আরব পৌঁছে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।
আগামীকাল৭ অক্টোবর তিনি দুবাইর উদ্দেশ্যে দেশত্যাগ করবেন বলে জানাগেছে।

দুবাই,বাহরাইন হয়ে সৌদী আরবে পৌঁছবেন১২ অক্টোবর
সৌদী আরবের জেদ্দায় ছাতক-দোয়ারাবাসীর উদ্যোগে তাঁকে বিপুল সংবর্ধনা প্রদান করা হবে ১৩ অক্টোবর।
এ উপলক্ষে এক প্রস্তুতি সভা সৌদী আরবের জেদ্দায় গত ৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।সৌদী আরবে বসবাস রত ছাতক-দোয়ারাবাজার আওয়ামীলীগের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ জেদ্দা প্রবাসী শাখার সহ-সভাপতি আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী সুমনের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ জেদ্দা প্রবাসী শাখার সাধারণ সম্পাদক জসীম উদ্দীন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা।প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ জেদ্দা প্রবাসী শাখার সভাপতি এম এ মুহিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের জেদ্দা প্রবাসী শাখার প্রধান উপদেষ্টা হাজী কে ডি এস এনামুল হোসেন। সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ,যুগ্ম সম্পাদক রাসেল আহমদ তালুকদার,ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা ছমির উদ্দিন,জেদ্দা প্রবাসী শাখা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বুরহান উদ্দিন সহ-প্রচার সম্পাদক মহিদুল ইসলাম মাখন,আওয়ামীলীগ নেতা দিলওয়ার হোসেন, লালু মিয়া,শামীম আহমদ,জেদ্দা গুমতেদা শাখা আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ,জুম্মুম শাখা আওয়ামীলীগ সভাপতি কাউসার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সফলের লক্ষ্যে সভায় ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ জেদ্দা প্রবাসী শাখার প্রধান উপদেষ্টা হাজী কেডিএস এনামুল হোসেনের বাসায়ও প্রথমে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় সৌদি আরবের জেদ্দায় হামাদিয়াস্থ হামাদিয়া হলে সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন,ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি মুরাদ হোসেন, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ।

সংবর্ধনা অনুষ্ঠানে ছাতক-দোয়ারা উপজেলাসহ মুজিব আদর্শের সকলকে উপস্থিত থাকার জন্য আহবায়ক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ১২ অক্টোবর জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকে ফুলেল শুভেচ্ছা জানাবে ছাতক- দোয়ারা প্রবাসী আওয়ামীলীগ।

সৌদি আরবে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সফরসূচি সংক্রান্ত যে কোন বিষয়ে খোঁজ খবর নিতে বর্ণিত মোবাইল নাম্বরে ০৫৭২৮৪৬৬৭৬ যোগাযোগ করতে পারবেন।