• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

প্যারাডাইজ একাডেমিতে পবিত্র ঈদে-মিলাদুন্নবী সাঃ উদযাপন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৩
প্যারাডাইজ একাডেমিতে পবিত্র ঈদে-মিলাদুন্নবী সাঃ উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নস্থ ❝প্যারাডাইজ একাডেমি ❞র উদ্যোগে পবিত্র ঈদে-মিলাদুন্নবী সাঃ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮সে সেপ্টেম্বর বৃহস্পতিবার, সকাল ৮ঘটিকা থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হয়।১০ ঘটিকার সময় একাডেমির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল।

প্যারাডাইজ একাডেমির শিক্ষার্থী মিসবাহুর রহমান এহসানের কোরআন তেলাওয়াত এবং সহকারী শিক্ষক রেজাউল করিম আদনান এর পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সভাপতিত্ব করেন,প্যারাডাইজ একাডেমির প্রধান পৃষ্ঠপোষক হযরত মাও.মর্তুজ আলী সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুর্কী প্রবাসী, বিশিষ্ট দানবীর হযরত মাও.মোহাম্মদ আলী সাহেব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান মো:মকদ্দুছ
প্যারাডাইজ পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয়কে শুভেচ্ছা সারক প্রদান করা হয়।এবং নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক হযরত মাও.মুজিবুর রহমান এর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন- একাডেমির ভাইস প্রিন্সিপাল: মোহাম্মদ বোরহান উদ্দিন, বোর্ড অভ-ফাউন্ডার মোহাম্মদ আবুল খয়ের, ম্যানেজিং কমিটির সভাপতি: আবুল ফাত্তাহ মোহাম্মদ সালমান, প্যারাডাইজ একাডেমির সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীরা।