• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

ইছাগরিতে মাদক সন্ত্রাস প্রতিরোধে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৩
ইছাগরিতে মাদক সন্ত্রাস প্রতিরোধে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:  সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের মুরববী ও যুবকদের উদ্যোগে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে এবং মাদক ও সন্ত্রাস প্রতিরোধে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় ইউনিয়নের শান্তিগঞ্জ বাজারের ইছাগরি খেলার মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু। এ সময় উপস্থিত ছিলেন আয়োজন কমিটির অন্যতম সদস্য
মোল্লা পাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম ৩ নং ওয়ার্ড মেম্বার হাবিবুর সাবেক মেম্বার রেজওয়ান . সাবেক মেম্বার ছুরত আলী..আমিরুল ইসলাম শাহাবুদ্দিন. হিরন মিয়া. নুর আহমদ. আলী হায়দার. আব্দুল কাদির.গিয়াস উদ্দিন. আনোয়ার মিয়া প্রমুখ।  উদ্বোধনী খেলায় হরিপুর টীম মুরববী টীম কে ট্রাইবেকারে পরাজিত করে। অপর খেলায় ফ্রেন্ডশ ক্লাব ভাগ্য লক্ষী ক্লাব কে ট্র্যাইবেকারে পরাজিত করে। খেলা পরিচালনা করেন আব্দুল রউফ. নুরুল আমিন. দেলোয়ার. সাগর. সুজন ও রুমান। প্রতিযোগিতায় মোট ২৩ ?টি টীম অংশগ্রহন করে। এগুলো হচ্ছে হরিপুর টীম. মুরববী টীম. দেলোয়ার স্পোর্টস ক্লাব. এ.দেলোয়ার স্পোর্টস বি. ভাগ্য লক্ষী ক্লাব. ফ্রেন্ডস ক্লাব. ভাই ভাই স্পোর্টিং ক্লাব. আবদুল্লাহ পুর টীম. রৌয়ার পাড় ক্লাব. নুর হোসেন ক্লাব. হরিপুর বি. নোয়াগাও টীম. গোয়ার চুরা টীম. দরিয়াবাজ এফসি.জগজীবন পুর. হাবিব ক্লাব. রেজু টীম. মায়ের দোয়া. ড্রাইভার ক্লাব. মিল ড্রাইভার ক্লাব. মুজাহিদ ক্লাব. মধ্য দরিয়াবাজ ও খলিল ক্লাব।