• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এলএনজি ভিত্তিক সকল টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে সুনামগঞ্জে কৃষক পদযাত্রা

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৩
এলএনজি ভিত্তিক সকল টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে সুনামগঞ্জে কৃষক পদযাত্রা
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: জ্বালানি অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে সুনামগঞ্জে কৃষক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 ২০ সেপ্টেম্বর  দুপুর বেলা সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউরায় অনুষ্ঠিত এ পদযাত্রায় কৃষকেরা এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন করার দাবি করেন। পদযাত্রা পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দেশের বিদ্যুৎ খাত পুরোপুরি জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা ও গ্যাস নির্ভর । এতে একদিকে কার্বণ নির্গমন বাড়ছে, যার ফলশ্রুতিতে জলবায়ু পরিবর্তন তরান্বিত হচ্ছে। এতে সামগ্রিকভাবে দেশ ও বিশ্ব জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে। অপরদিকে তেল ও গ্যাস পুরোটাই আমদানি নির্ভর হওয়ায় জাতীয় বাজেটে ব্যাপক চাপ পড়ছে। যার দারুণ জনগণের জীবনযাত্রায় টানাপোড়েন তৈরি হয়েছে। এমতাবস্থায় নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে দেশের জ্বালানি খাতে ব্যাপক ইতিবাচক  পরিবর্তন আসবে। এতে দেশের বাজেট হবে চাপমুক্ত, জনগনের জীবনমানের উন্নতি ঘটবে।
উন্নয়ন সংগঠন হাউস, ক্লিন, বিডব্লিওজিইডি এর যৌথ আয়োজনে উক্ত পদযাত্রায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, অনির্বাণ মহিলা সমিতির সভানেত্রী শিল্পী বেগম, স্থানীয় কৃষক নুর আলী প্রমুখ।