• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতক ইসলামিক সোসাইটির ইউকের নির্বাচন সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৩
ছাতক ইসলামিক সোসাইটির ইউকের নির্বাচন সম্পন্ন

সারওয়ার হোসেইন: গত ১০ সেপ্টেম্বর রবিবার যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক চ্যারিটি ও শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ছাতক ইসলামিক সোসাইটি ইউকের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নির্বাচন অনুষ্ঠিত হয় লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে। নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী সেশনের জন্য সোসাইটির সভাপতি নির্বাচিত হন লোকমান আহমদ ও সেক্রেটারী নির্বাচিত হন এনামুল হক শাহীন।


সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মতিউর রহমান, ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী আনোয়ার হোসেন আনু।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব শায়েখ আবুল হোসেইন খান, নুরুল ইসলাম এমবিই, অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া ও আশিকুর রহমান।

নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন হাজী মনির উদ্দিন , আবদুল্লাহ আল মাহমুদ ও মজর আলী।

আগামি দুই বৎসরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।

নতুন কার্যকারী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ট্রেজারার মাওনানা ছালেহ আহমদ, ফান্ড রেইজীং সেক্রেটারি মাহবুবুর রহমান সুমন, প্রজেক্ট সেক্রেটারি শাহনুর আলী, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ আবু সাঈদ নীলু, এডুকেশন সেক্রেটারি আতিকুর রহমান মাসুম, সোসাল ওয়েল ফেয়ার সেক্রেটারি কুতুবুজজামান শামিম, অফিস সেক্রেটারি শফিকুল ইসলাম শিশু, কালচারাল সেক্রেটারি আনওয়ার হোসাইন, ইয়ুথ সেক্রেটারি মতিউর রহমান, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি শফিজুর রহমান।

এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা হলেন যথাক্রমে মনির উদ্দিন , আবদুল্লাহ আল মাহমুদ , এমদাদুর রহমান , মুহিব আহমদ , মজর মিয়া , সারওয়ার হোসেইন সুজন, মাওলানা মাশুক আহমদ , মানিক মিয়া , আবদুল মালিক চৌধুরী, আজরফ আলী , উসমান গনী, আনগুর মিয়া, আবুল কালাম, আমিনুর রহমান লিলু , মতসিন আলী , মকবুল আহমদ।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ছাতক ইসলামিক সোসাইটি ইউকের বিগত দিনের সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক সকল কার্যক্রমের প্রশংসা করেন। মানবতার কল্যাণ আর্থসামাজিক উন্নয়ন, ইসলামী সুশিক্ষার প্রচার-প্রসারে আগামী দিনে ছাতক ইসলামিক সোসাইটির সকল কার্যক্রমে ছাতক প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
পরিশেষে সারা মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মোনাজাত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।