• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজের মুক্তির দাবীতে জগন্নাথপুরে বিশাল মানববন্ধন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৩
অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজের মুক্তির দাবীতে জগন্নাথপুরে বিশাল মানববন্ধন

জগন্নাথ পুর প্রতিনিধি:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর নি:শর্ত মুক্তির দাবীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলার সর্বস্থরের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ দীর্ঘ ২৩ বছর যাবত অত্যান্ত সুনামের সাথে মাদ্রাসা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
তাঁর বিরুদ্ধে এ যাবৎ অর্থ সংক্রান্ত কোন অভিযোগ আমরা শুনিনি। হলিয়ারপাড়া মাদরাসা নিয়ে গ্রামের দু’পক্ষের সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর বিরুদ্ধে একটি পক্ষ উদ্দেশ্য প্রনোদিত হয়ে এবং হয়রানির উদ্দেশ্যে এ মিথ্যা মামলা দায়ের করেছেন। বক্তারা আরও বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। একজন প্রখ্যাত আলেম ও ভাল মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় আমরা উপজেলাবাসী ব্যাতিত হয়েছি।
বক্তারা দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজকে নি:শর্ত মুক্তির দাবী জানান।

প্রভাষক মাওলানা মুফতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা নিজাম উদ্দিন জালালী ও শহিদুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আজমল হোসেন জামী,জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার কামাল হোসেন, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান লিলু, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ছালিক আহমদ পীর, সাবেক কাউন্সিলর তাজিবুর রহমান, ব্যবসায়ী হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, ছাত্রনেতা আব্দুল কুদ্দুছ মুন্না, সামাজিক সংগঠন ফেয়ার ফেইস এর সভাপতি সাইফুর রহমান মিনহাজ প্রমূখ।

এসময় অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ, মাওলানা মহি উদ্দিন এমরান, মাওলানা আবু আইয়ুব আনছারী, মাওলানা নুর আহমদ, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার আলাল হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, রাজিয়া সোবহান মহিলা কলেজ পরিচালনা কমিটির সদস্য কবির উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন মিছবাহ, প্রবাসী নুর মিয়া, সাহেদ আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, জাহেদ আহমদ, মাষ্টার নুরুল হক,আনিছুর রহমান, ব্যবসায়ী তাইফুর রহিম নাহিদ, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, মো: শাহ আলম, হাফেজ সাইদুল ইসলাম, নুরুজ্জামান, আব্দুল ওয়াহিদ, ইমরান খান, সেজু কুরেশী, মাহিন আহমদ, হাবিবুর রহমান, ইমরান আহমদ, শামীম আহমদ, জাকারিয়া আহমদ সহ বিভিন্ন পেশার  লোকজন মানবন্ধনে উপস্থিত ছিলেন।