• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি-ঘর দখলে মরিয়া একটি স্বার্থান্বেষী মহল

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১০, ২০২৩
ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি-ঘর দখলে মরিয়া একটি স্বার্থান্বেষী মহল

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে যুক্তরাজ্য প্রবাসীদের বাড়ি-ঘর জোরপূর্বক জবর দখলের চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বড় পলিরগাঁও গ্রামে। প্রবাসীদের স্বজন, সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র আলমগীর হোসেন ছাতক থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, উপজেলার বড় পলিরগাঁও গ্রামের মৃত শহিদ আলীর তিন কন্যা যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। মাঝে মধ্যে তারা দেশে আসলে পৈত্রিক বাড়িতেই তারা বসবাস করে আবার প্রবাসে চলে যান। তারা হলেন, রাহেনা বেগম, আফিয়া বেগম ও সুরমা বেগম। ২০০৩ সালে মারা যাওয়ার আগে সন্তানদের জন্য জমি-জমা সহায় সম্পত্তি ভাগ বাটোয়ারা করে গেছেন তাদের পিতা শহিদ আলী। প্রবাসী এই তিন বোনের বাড়ি-ঘরসহ পৈত্রিক সম্পত্তি দেখা শুনা করে আসছেন তাদের আত্মীয় বিশ্বনাথের দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র আলমগীর হোসেন।

আলমগীর হোসেন বলেন, তিনি প্রবাসী তিন বোনের বাড়ি-ঘরসহ তাদের পৈত্রিক সম্পত্তি দেখার জন্য বড় পলিরগাঁও গ্রামে আসা যাওয়া করেন। গত ১ আগষ্ট সকালে তিনি বড় পলিরগাঁও গ্রামে এসে দেখেন যুক্তরাজ্য প্রবাসীর বসত ঘরের তালা ভেঙ্গে গবাদিপশু ও আসবাবপত্র ঢুকিয়ে তাদের বাড়ি-ঘর দখল করে আছে মৃত মবারক আলীর স্ত্রী মিনারা বেগম, ছেলে খোকন মিয়া, আবুল হোসেন, সাবুল মিয়া ও সেজুল মিয়া। বিষয়টি জানতে চাইলে তারা তার কাছে চাঁদা দাবি করে। এসময় তিনি প্রতিবাদ করলে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে হামলা করার চেষ্টা করে এবং তাকে হত্যার হুমকি দেয়া হয়। পরদিন অভিযুক্তদের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আলমগীর। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ছাতক থানার উপ-পরিদর্শক মোখলেছ ঘটনাস্থল পরিদর্শন করেন।