বিবিএন ডেস্ক:চলতি বছরের এস এস সি সমমান দাখিলপরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে মোস্তাকিম আহমাদ সালমান। সে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা থেকে ২০২৩ শিক্ষা বর্ষের এস এস সি সমমান দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে। ৭ টি বিষয়ে A+ এবং ৩টিতে A সহ জিপিএ -5 পাওয়ার গৌরব অর্জন করে।
সে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বন্দর গাও গ্রামের ইউসুফ আলীর পুত্র।
উল্লেখ্য যে, সালমান একাধারে যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষাবিদ ও কলামিস্ট মুহাম্মাদ সমুজ আলীর ভাতিজা ও বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব এনামুল হকের ভাগনা।পরিবারের পক্ষ থেকে তার উজ্জল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।