• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

নিউইয়র্ক সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জায়েদ চৌধুরী অপুর সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২৯, ২০২৩
নিউইয়র্ক সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জায়েদ চৌধুরী অপুর সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও চা-চক্রে মিলিত হন নিউইয়র্ক সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জায়েদ চৌধুরী অপু। বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই চা-চক্রে মিলিত হন তিনি। এসময় নিউইয়র্ক সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জায়েদ চৌধুরী অপু বলেন, আমি সুনামগঞ্জেরই সন্তান। আপনাদের দোয়া ও ভালোবাসায় থাকতে চাই। প্রবাসে থাকলেও মন পড়ে থাকে জন্মস্থান সুনামগঞ্জে। প্রবাসে কর্মময় জীবনের ব্যস্তার কারণে সুনামগঞ্জের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাত তেমন একটা হয় না। তাই খুব মিস করি আমার এলাকার মানুষজনকে। খুব অল্প সময় নিয়ে সুনামগঞ্জে এসেছি। আপনাদের সবার সাথে সৌজন্য সাক্ষাত করে কুশল বিনিময় করতে এসেছি। আপনারা আমার মরহুম বাবা মুক্তিযোদ্ধের সংগঠক আসদ্দর আলী ও সিলেটে আতিয়া মহলে জঙ্গি হামলায় নিহত অগ্রজ পুলিশ কর্মকর্তা চৌধুরী আবু কয়ছর চৌধুরী দীপুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র মিঠুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আল-হেলাল, সেলিম আহমেদ তালুকদার, সাবেক সসহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সদস্য মাসুম হেলাল, মো. মাসুক মিয়া, জসিম উদ্দিন, হাসান চৌধুরী, শামসুল কাদির মিছবাহ, কর্ণ বাবু দাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদস্য ঝুনু চৌধুরী, দিলাল আহমদ, শাহরিয়ার সুমন,আবু জাহান তালুকদার সাংবাদিক তানবির আহমেদ তালুকদার, মিল্লাত আহমেদ প্রমুখ।