নিজস্ব প্রতিবেদক: সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে আসছে গ্রামীণ ব্যাংক। শুধু ব্যাংকের সদস্যদের মাঝে পর্যায়ক্রমে এসব গাছের চারা বিতরণ করা হচ্ছে। দেশব্যাপী এ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে ছাতক এরিয়ার আওতাধীন গোবিন্দগঞ্জ শাখার সদস্যদের মাঝে ফলজ ও বনজ জাতীয় চারা বিতরণ করা হয়। চারা বিতরণ করেন, সুনামগঞ্জ যোনের যোনাল ম্যানেজার মোহাম্মদ মোশারেফ হোসেন ও জোনাল অডিট অফিসার মো. নজরুল ইসলাম সরকার।
গাছের চারা বিতরণী অনুষ্ঠানে ছাতক এরিয়ার এরিয়া ম্যানেজার খন্দকার সোলায়মান, গোবিন্দগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী, সহকারী শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন, ছাতক এরিয়া প্রতিনিধি প্রণয় কুমার দাশ, গোবিন্দগঞ্জ শাখার কর্মকর্তা শিল্পী রাণী দাস, নেপাল চন্দ্র দাস, রাসেল আহমেদ, রাসেল মিয়াসহ ব্যাংকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।