• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ এর উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৪, ২০২৩
সুনামগঞ্জ জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ এর উদ্বোধন
লতিফুর রহমান রাজু’,সুনামগঞ্জ:  ১৩ই জুলাই বৃহস্পতিবার বেলা ১২:টায়  সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্,। এ সময় তিনি জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি বড়ই গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পুলিশ সুপার জেলা পুলিশের সকল ইউনিটে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করার জন্য জেলা পুলিশের সকল সদস্যকে আহ্বান জানান। তিনি আরও বলেন গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা অনেক উপকৃত হব। পৃথিবীর জলবায়ূ পরিবর্তন হয়ে প্রকৃতির বিরূপ প্রভাব বিস্তার করেছে। এ থেকে পরিত্রাণ পেতে সবার উচিত একটি করে গাছ লাগানোর। ফলজ, বনজ,ও ঔষধি যে কোন গাছ হোক এতে অনেক রকমের উপকার হবে।

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হেসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো: শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হাসান রাশেদ পরাগসহ সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।