লতিফুর রহমান রাজু’,সুনামগঞ্জ: আদালত চত্বরে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নব নির্মিত ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
সোমবার ৩ জুলাই বিকাল ৩টায় সুনামগঞ্জ আদালত প্রাঙ্গনে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে জেলা জজ আদালতের আয়োজনে আদালত ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো: হেমায়েত উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো: জাকির হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তৈয়বুর রহমান বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এর সহধর্মিণী নাফিসা বানু, যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ বিচারক, জেলা জজ আদালতের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।