||মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||
শহরের অদূরের রাঙামাটি- কাপ্তাই সড়কের মগবান আর্মী ক্যাম্প এলাকা থেকে রোববার (২ জুলাই ) দুপুরে ৭৩ লিটার চোলাই মদসহ সেনাবাহিনী ও কোতয়ালী থানা পুলিশ’র যৌথ অভিযানে ০৪ জন মহিলা আটক হয়েছে। তারা হলেন, আনোয়ারা বেগম (৫০),আয়েশা বেগম(২৫), ছনিয়া আক্তার (২৪) ও শিরিন বেগম(২০)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রাঙামাটি- কাপ্তাই সড়কের মগবান আর্মী ক্যাম্প এলাকায় সেনাবাহিনী ও পুলিশ আগে থেকে ওঁৎ ছিলো।
রোববার দুপুর আনুমানিক ১ টার সময় বোরকা পরিহিত ৪ জন মহিলা পায়ে হেটে যাওয়ার সময় সন্দেহজনক মনে হলে, তাদেরকে দাঁড়াতে বলা হয়। তারা দাঁড়লে এসময় মহিলা কনস্টেবল দিয়ে তাদেরকে তল্লাশি করে ৪ জন মহিলার শরীরের সাথে ব্যবহৃত স্যালাইন ব্যাগে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ৭৩ লিটার চোলাই মদ জব্দ করা হয়। সেনাবাহিনী সহায়তায় এসআই ইরফান উদ্দিন রাজীব’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টীম এ অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চোলাই মদসহ আটক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ের বাসিন্দা আজিজুল হক’র স্ত্রী আনোয়ারা বেগম, চট্টগ্রাম জেলার ঝাউতলার বাসিন্দা সাদা মিয়ার স্ত্রী চনিয়া আক্তার, চট্টগ্রাম জেলার পাহাড়তলী রেল গেইট’র বাসিন্দা মো: মঈনুদ্দিন’র স্ত্রী আয়েশা বেগম ও মনির হোসেন’র স্ত্রী শিরিন বেগম।
পুলিশ বাদি হয়ে আটক ৪ জন মাদক কারবারি মহিলার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক পচার, ব্যবহারসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত। ঈদের বন্ধের সময়কে কাজে লাগাতে চেয়েছে ওরা। আমাদের নজরদারিতে কোন ধরনের শৈথিল্যতা নেই।