সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজের ব্রীজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিখোঁজ হওয়া ব্যাক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।
প্রত্যক্ষদর্শী ডোমরা গ্রামের সুব্রত দাস জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রঘুনাথপুর গ্রামের দিক থেকে এক মহিলা দুটি বাচ্চা নিয়ে শাল্লা ব্রীজে আসার চেষ্টা করে। ব্রীজের নিচে বাহাড়া রাস্তা দিয়ে হাওরে পানি প্রবেশ করে। এদিকে স্রোতের বেগ অনেক বেশি। এই মহিলা ৪ বছরের একটি ছেলে ও ৮ বছরের একজন মেয়েকে নিয়ে কোমর পানি ভেঙ্গে ব্রীজে আসার চেষ্ঠা করে। এসময় স্রোতের ধাক্কায় তিনজনই দাড়াইন নদীতে তলিয়ে যায়। অনেক চেষ্ঠা করে ও তাদের রক্ষা করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, দাড়াইন নদীতে দুই বাচ্চাসহ মা নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শী সুব্রত দাসের তথ্যমতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উপজেলা প্রশাসন উদ্ধারঅভিযানঅব্যাহত রেখেছেন। তবে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় পাওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে উপজেলার প্রত্যেকটি গ্রামে গ্রামে খবর পাঠানো হয়েছে।