• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে সাংবাদিক আমিনুলের ওপর হামলা, যুবলীগ নেতা সজীব গ্রেপ্তার

bilatbanglanews.com
প্রকাশিত মে ৬, ২০২৩
সুনামগঞ্জে সাংবাদিক আমিনুলের ওপর হামলা, যুবলীগ নেতা সজীব গ্রেপ্তার

বিবিএন ডেস্ক:যমুনা টেলিভিশনের সুনামগঞ্জের সাংবাদিক আমিনুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা জিল্লুর রহমান সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ মে) বিকেলে তাকে গ্রেপ্তার করে সদর থানায় নেওয়া হয়। সজীব সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

সম্প্রতি রড ছাড়াই আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেন সাংবাদিক আমিনুল ইসলাম।

তদন্ত কমিটির আহ্বানে প্রকল্প এলাকায় গেলে আমিনুলের ওপর হামলা চালায় সদর উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের অনুসারী, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সজীবসহ কয়েকজন। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘সাংবাদিক আমিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় শুক্রবার বিকেলে জিল্লুর রহমান সজিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।’