• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ জেলায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৩
সুনামগঞ্জ জেলায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জ জেলার ছাতক,দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলায় বজ্রপাতে নিহত ৬ জন কৃষকের পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বজ্রপাতে নিহত ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের মহিম উদ্দিন,আরশ আলী, চরমহল্লা ইউনিয়নের আব্দুস সামাদ, দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের মিলন মিয়া,তারা মিয়াও তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়ধল ইউনিয়নের রমজান আলীর পরিবারের হাতে নগদ আর্থিক ও খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,মিজানুর রহমান চৌধুরী।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমু,সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক শাহ সফিকুল আলম মতি, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,
সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত,জেলা বিএনপির সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল, উপজেলা কৃষকদলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপি সভাপতিএনামুল হক, ছাতক ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদুল ইসলাম আহবাব,উপজলো বিএনপির সদস্য কয়েছ আহমদ, চরমহল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি সামছ উদ্দিন,
এডভোকেট আব্দুল আহাদ, আব্দুস সালাম নোমান, আব্দুর রহিম মেম্বার খায়ের উদ্দিন,সেলিম আহমদসহ সুনামগঞ্জ জেলা ও স্থানীয় বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।