বিবিএন ডেস্ক: লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গুলি হত্যা করা হয়েছে। এসময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব হোসেনও গুলিবিদ্ধ হয়েছে। পরে তাকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
সোমবার (২৫ এপ্রিল) রাত ৯ টার টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
যুবলীগ নেতা নোমানের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে। গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
মঙ্গলবার রাত ১০ টার ৪০ মিনিটের দিকে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। আর গুলিবিদ্ধ রাকিবের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলি লাগে।
এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দায়ি করেছেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা নোমানের বড়ভাই মাহফুজুর রহমান।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান বলেন, পোদ্দার বাজার-নাগেরহাট সড়কে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে হাসাপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।