• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে মাদক ব্যবসা নিয়ে দ্বন্ধ বন্ধুর হাতে বন্ধু খুন,একজন আটক

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৩
দোয়ারাবাজারে মাদক ব্যবসা নিয়ে দ্বন্ধ বন্ধুর হাতে বন্ধু খুন,একজন আটক

নিজস্ব প্রতিবেদক:দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজারে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন তাজুদ আলী (৪০)। গত সোমবার রাত ৯ টায় কাটাখালী বাজারে এ ঘটনা ঘটেছে।
টাকা লেন-দেনের ঘটনা নিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে সোহেল মিয়া ডেগার দিয়ে স্ট্রেপিং করে তাজুদ আলীকে। আহত তাজুদ আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যাক্তি দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আহমদনগর কাটাখালী গ্রামের মৃত আগন আলীর ছেলে।
এ সময় খুনি সোহেল মিয়া (৩২) ও আহত হন। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে পুলিশ তাকে হাসপাতাল থেকে আটক করেছে। ঘাতক সোহেল মিয়া উপজেলার সুরমা ইউনিয়নের কদমতলী গ্রামের রিফাত আলীর ছেলে।

জানাগেছে তারা দু’ জন একে অপরের বন্ধু ও দু’ জনই মাদক ব্যবসায়ী। স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানাগেছে ঘটনার সময় মাদক ব্যবসায়ী সোহেল মিয়া,সেলিম মিয়া, জুয়েল মিয়া ও তাজুদ আলীর মধ্যে মাদক ব্যবসার টাকা লেন- দেনের ঘটনা নিয়ে কাটাখালী বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে তাজুদ আলীকে ছুরিকাঘাত করা হয়। এ সময় সোহেল মিয়াও আহত হয়েছে।

ছুরিকাঘাতে আহত তাজুদ আলী হাসপাতালে মারা গেছেন,এদিকে পুলিশ সোহেল মিয়াকে আটক করেছে। সেলিম মিয়াও জুয়েল মিয়া ঘটনার পর থেকে পলাতক।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।