লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার তিন উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৬ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইজন।
নিহতদের মধ্যে ছাতক উপজেলার ৩ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন ও তাহিরপুর উপজেলার একজন।
রবিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে হাওরে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের হোসাম উদ্দিন এর পুত্র মহিম উদ্দিন (১৭)একই উপজেলার বড়কাপন গ্রামের ইদ্রিস আলীর পুত্র আরশ আলী (৬২),ছাতক উপজেলার মোস্তফা মিয়ার পুত্র আং ছামাদ (২৭) দোয়ারাবাজার উপজেলার রনভুমি গ্রামের সামছু মিয়ার পুত্র মিলন মিয়া( ১৪) ও তাহিরপুর উপজেলার কুকুর কান্দি গ্রামের হাছান মিয়ার পুত্র রমজান মিয়া( ১৫)।
আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাহিরপুর উপজেলার মুকিত মিয়া ও দোয়ারাবাজার উপজেলার নিজাম উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে আবহাওয়ার অবস্থা খারাপ ছিল। হাওরে পাকা ধান থাকায় সবাই ধান কাটায় ব্যস্ত ছিলেন। সকাল দশটার পর থেকে দমকা বাতাসের সাথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে তিন উপজেলার হাওরে থাকা কৃষকদের মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, ‘ রবিবার সকাল থেকেই ঝড়বৃষ্টি হচ্ছে। তিন থানায় ৬ জন মারা গেছেন। কৃষকদের সচেতন করতে সকল থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে। ‘
অফিসার ইনচার্জ গণ খবর পেয়েই লাশ উদ্ধার করেন এবং আহত দের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।