নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের ছাতকে অসহায় দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বাদ মাগরিব স্থানীয় তিনটি গ্রামের প্রায় ৪ শতাধিক পরিবারের মধ্যে আলহাজ্ব আবদুল জলিল ও আলহাজ্ব জহুরা বিবির ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়। ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবদুল দয়াছ এর উদ্যোগে সাদারাই গ্রামের আলহাজ্ব মকদ্দুছ আলীর বাড়িতে ইফতার পরবর্তী ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
মুরব্বি আপ্তাব মিয়ার সভাপতিত্বে ও আবদুল মুক্তাদির আলমগীরের পরিচালনায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, আলহাজ্ব আবদুল জলিল ও আলহাজ্ব জহুরা বিবি ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবদুল দয়াছ, অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাউয়াবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন, সমাজসেবী রেজাউল করিম স্বপন, মকদ্দুছ খান, ভাতগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার খালেদ আহমদ, ডাক্তার আবুল কালাম আজাদ, ছাতক প্রেসক্লাবের সদস্য মোশাহিদ আলী, আজিজুল হক রানা, মাওলানা সাবাজ আলী সিরাজ, ব্যবসায়ী আবদুল ওয়াদুদ লদু।
এসময় উপস্থিত ছিলেন, সাদারাই গ্রামের প্রবীন মুরব্বি সাবেক মেম্বার ফয়ছল আহমদ, অলিদ মিয়া, লায়েক মিয়া তালুকদার, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, জসিম উদ্দিন প্রমুখ।
পরে সাদারাই, ছাতারপই, ঘোড়াডুম্বুর গ্রামের অসহায় ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এর আগে ওই ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত করেন, সাদারাই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূর আহমদ।
ভিডিও কনফারেন্সে আবদুল দয়াছ বলেন, পিতা-মাতার নামে তিনি এলাকার নিবন্ধিত ৫ হাজার গরিব অসহায় মানুষকে প্রতি সপ্তাহে শুক্রবার একদিন ভাতগাঁও ইউনিয়নের ছাতারপইস্থ তাঁর নিজ বাড়িতে ট্রাস্টের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছেন।