• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৩
ছাতকে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের ছাতকে পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষক-শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সকালে হাওরে ধান কাটা অবস্থায় ঝড়ের সাথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বজ্রপাতে আহত হয়েছেন আরও একজন কৃষক।

জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি ও বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় কৃষক-শ্রমিকরা হাওরে ধান কাটায় ব্যস্ত ছিলেন। হাওরে ধান কাটা অবস্থায় বজ্রপাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিন বড়কাপন গ্রামের আরশ আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে ধান কাটা অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয়েছে জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের হুসাম উদ্দিনের পুত্র মহিম উদ্দিন (১৮)। বজ্রপাতের ভয়ে হাওরে ধান কাটা রেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতের বিকট শব্দে মারা গেছেন আবদুস সামাদ (২৬)। এসময় আবদুস সামাদের ছোট ভাই আবদুল মুকিত আহত হন। তারা উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরদুলব গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র।

এদিকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রাম সংলগ্ন হাওরে ঘাস খাওয়া অবস্থায় বজ্রপাতে লায়েক আহমদ নামের কৃষকের একটি গবাদিপশুর মৃত্যু হয়েছে।

বজ্রপাতে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ছাতক উপজেলা নির্বাহী অফিসার নূরের জামান চৌধুরী বলেন, আপাতত নিহত তিন পরিবারকে নগদ ৫হাজার টাকা করে দেওয়া হয়েছে।