• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সদর মডেল থানা কর্তৃক চুরি যাওয়া লক্ষী এবং নারায়নের মূর্তি উদ্ধার সহ ১ জন আটক

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৩
সুনামগঞ্জ সদর মডেল থানা কর্তৃক চুরি যাওয়া লক্ষী এবং নারায়নের মূর্তি উদ্ধার সহ ১ জন আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:১৬ এপ্রিল রাতে অফিসার ইনচার্জ  মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ সদর মডেল থানা,এর দিক নির্দেশনায়  এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান,এসআই নিঃ জিয়াউর রহমান কং/১১০২ মনিরুল ইসলাম, সর্ব সুনামগঞ্জ সদর মডেল থানা, সুনামগঞ্জগন গোপন সূত্রের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার নতুনপাড়াস্থ ১৭১/১০ বাসা হতে সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং-১০/১০ তাং-০৬/০১/২০২৩ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর চুরি যাওয়া ১টি লক্ষীর মূর্তি এবং ১টি নারায়নের মূর্তি উদ্ধার সহ আসামী ১।হৃদয় বনিক (২৭) পিতা-রবিন্দ্র বনিক সাং-নতুনপাড়াস্থ ১৭১/১০, সুনামগঞ্জ পৌরসভা, থানা ও জেলা-সুনামগঞ্জ ২। সাব্বির আহমেদ(২২) পিতা মৃত রজব আলী সাং সোমপাড়া ৩৮ সৈকত থানা ও জেলা সুনামগঞ্জদের আটক করা হয়। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।