লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের ফসল রক্ষ
বাঁধের কাজ পরিদর্শন করেছেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশিমোহনসরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ১ মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী ২ সামসুদদোহা, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ, এস ও মনসুর রহমান সহ অন্যান্য কর্ম কর্তা গণ উপস্থিত ছিলেন। ন
সুনামগঞ্জের ১২ উপজেলার ফসল রক্ষ
বাঁধের কাজ সম্পন্ন করার জন্য এবং টেকসই হওয়ায় সংশ্লিষ্ট সবাই কে ধন্যবাদ জানান।
শনিবার বিকেল ৩টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বিশাল করচার হাওরের ১নং পিআইসি বাধঁটি পরিদর্শন করেন তিনি।
জেলা প্রশাসক বাধঁ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ বলেছেন,বাধঁগুলো অন্যান্য বছরের তুলনায় এবার টেকসই বাধঁ হয়েছে এবং ইতিমধ্যে হাওরে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার জন্যপ্রতিটি হাওরে হারভেস্টার মেশিন(ধান কাটার মেশিন) এবং দেশের বিভিন্ন জেলা হতে শ্রমিকরা এসে ধান কাটা শুরু করেছেন। তিনি আশাবাদি আবহাওয়া অনুকূলে থাকলে আগামী পনের দিনের মধ্যে কৃষকরা তাদের সোনালী ফসল ধান কেটে ঘরে তুলতে সক্ষম হবেন। তিনি আরও বলেন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সবাই দিনরাত পরিশ্রম করেছেন এবং যারা মনিটর করেছেন তাদের ও ধন্যবাদ জানাই ।