• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ঈদুল ফিতর উপলক্ষে গ্রেটার সিলেট ডেভলপমেনট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের নগদ অর্থ বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৩
ঈদুল ফিতর উপলক্ষে গ্রেটার সিলেট ডেভলপমেনট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের নগদ অর্থ বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি:গ্রেটার সিলেট ডেভলপমেনট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে, জিএসসি সুনামগঞ্জ  জেলা শাখার উদ‍্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্র পরিবারের সদস্যদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের হাছননগর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ১ শত হত  দরিদ্র পরিবারের সদস্যদের মধ‍্যে প্রতি পরিবারে নগদ ১ হাজার টাকা করে এই অর্থ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

নগদ অর্থ বিতরণকালে সংক্ষিপ্ত  বক্তব‍্য রাখেন গ্রেটার সিলেট ডেভলপমেনট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে, জিএসসি সুনামগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান অ‍্যাড. হোসেন তওফিক চৌধুরী, কো চেয়ারম্যান লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বজলু  , সদস্য পীর মাহবুবুর রহমান কোষাধ‍্যক্ষ এ.কে.এম মহিম। পরে দরিদ্র পরিবারের মধ‍্যে অর্থ বিতরণ করেন সংগঠনের সদস‍্যরা।