• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে জামাতার হাতে শ্বশুর খুন:ঘাতকসহ দু’জনকে আটক করে পুলিশে দিলো জনতা

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৩
ছাতকে জামাতার হাতে শ্বশুর খুন:ঘাতকসহ দু’জনকে আটক করে পুলিশে দিলো জনতা

 

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কলহের জের ধরে জামাতার হাতে খুন হয়েছেন শ্বশুর মকবুল হোসেন (৫০)। ঘটনার পর ঘাতক জামাতা সেলিম উদ্দিন ও তার ভাই আইনুদ্দিনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে উপজেলার ধারণ বোকার ভাঙ্গা এলাকার জনৈক প্রবাসী রতন মিয়ার বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সাউদপুর গ্রামের চমক আলীর ছেলে সিএনজি অটো-রিকশা চালক সেলিম উদ্দিন স্ত্রী এবং সন্তান নিয়ে ধারণ বোকার ভাঙ্গা এলাকায় জনৈক প্রবাসী রতন মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। সম্প্রতি তার স্ত্রীর ঘরে একটি কন্যা সন্তান জন্ম হয়। কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে নির্যাতন করে আসছিল স্বামী সেলিম উদ্দিন। এসব বিষয়ে শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামের শ্বশুর মকবুল হোসেন ও শ্বাশুড়িকে ডেকে আনে জামাতা সেলিম। পরে তারা পারিবারিক কলহের বিষয় নিয়ে ওই ভাড়াটিয়া বাড়িতে বৈঠকে বসে। এক পর্যায়ে শ্বশুর ও জামাতার পরিবারের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। রাত প্রায় ৯টার দিকে জামাতা ও তার সহযোগিদের হামলায় আহত হন শ্বশুর মকবুল ও শ্যালক আলী এমরান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে সেখানে মারা যান শ্বশুর। মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় শ্যালককে।

এদিকে, এ হামলার খবর পেয়ে স্থানীয় জনতা এগিয়ে এসে ঘাতক জামাতা সেলিম ও তার ভাই আইনুদ্দিনকে আটক করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মঈনুল জাকিরের কাছে সোপর্দ করেন। রাত ১১টার দিকে ছাতক-দোয়ারার এএসপি সার্কেল রণজয় চন্দ্র মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুনের ঘটনায় দু’জন আটকের সত্যতা স্বীকার করে এএসপি সার্কেল রণজয় চন্দ্র মল্লিক বলেন, আটক সেলিম উদ্দিনও আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।