• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ছাতক উপজেলা শাখার কমিটি গঠন

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৩
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ছাতক উপজেলা শাখার কমিটি গঠন

 

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ছাতক উপজেলা শাখা (রেজিঃ নং ১২০৪৮) এর কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা ৩ টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৪৭ নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে ও ৯১নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাছ উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহাজান কয়ছর।

এ সময় উপস্থিত ছিলেন ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ শামসুল ইসলাম, দশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দীন, মানিকপুর গোদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান বাবুলাল শর্মা, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন ধর, খিদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, ছৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান খান, বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া, মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর মিয়া, আনন্দনগর-গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল বাছিত, কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান, পাইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম নোমান, কপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবানন দেব, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেছার আলম, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অঞ্জনা বেগম, আফতারুন নাহার, পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা বেগম, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিম উদ্দীন, বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ, কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল ফয়েজ, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাছ উদ্দীন, সহকারি শিক্ষক মোস্তাক আহমদ, গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু খালেদ, আফরোজ আলী, শফিক উদ্দীন, রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানকে সভাপতি ও ৯১নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাছ উদ্দীনকে সাধারন সম্পাদক এবং কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল ফয়েজকে অর্থ সম্পাদক করে ১০৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ছাতক উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। পরে সহকারী শিক্ষক ঐক্য পরিষদ ছাতক উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।