• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ডেইলি সুনামগঞ্জডটকম’র প্রথম প্রতিনিধি সম্মেলনে বক্তারা ‘সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ডেইলি সুনামগঞ্জডটকম এগিয়ে যাক’

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৩
ডেইলি সুনামগঞ্জডটকম’র প্রথম প্রতিনিধি সম্মেলনে বক্তারা ‘সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ডেইলি সুনামগঞ্জডটকম এগিয়ে যাক’

 

নিজস্ব প্রতিবেদক::সুনামগঞ্জ জেলার অন্যতম সেরা নিউজ পোর্টাল ডেইলি সুনামগঞ্জডটকম’র প্রথম প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ এপ্রিল) পৌর শহরের বিলাসবহুল রেস্টুরেন্ট অ্যামব্রশিয়া ফ্যামেলি ডাইন এন্ড পার্টি সেন্টারে সুনামগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মনি’র সঞ্চালনায় ও ডেইলি সুনামগঞ্জডটকম’র ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমেদ বখতের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র নাদের বখত।

প্রতিনিধি সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম মানস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ সরকার,

সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, কবি, লেখক রুনা লেইছ, বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধ মাসুম হেলাল, সময় টিভির স্টাফ রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র মিঠু, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলমি আহমদ তালুকদার, ডেইলি সুনামগঞ্জডটকম’র সিনিয়র স্টাফ রিপোর্টার তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনাম মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আশরাফ হোসেন লিটন প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি স্বপন কুমার বর্মণ, দৈনিক সুনামকণ্ঠ’র স্টাফ রিপোর্টার আকরাম উদ্দিন, উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক সুনামকণ্ঠ’র স্টাফ রিপোর্টার শহিদ নূর আহমদ, ডিবিসি নিউজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আসাদ মনি, লেখক কলামিস্ট এসডি সুব্রত, ত্রৈমাসিক লিটলম্যাগ জলকন্য’র সম্পাদক মশিউর রহমান, লেখক ফজলুল হক দোলন, সাংবাদিক আনোয়ার হোসেন, মাসুক মিয়া, শাহাব উদ্দিন, দৈনিক শিরমণি পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি উস্তার আলী, কর্ণবাবু দাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, নিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে ডেইলি সুনামগঞ্জ’র এগিয়ে যাক। ডেইলি সুনামগঞ্জডটকমের স¤পাদক রনেন্দ্র তালুকদার পিংকু কখনো একা তার পত্রিকাকে এগিয়ে নিতে পারবেন না। তৃণমূল পর্যায়ের গণমাধ্যম কর্মীদের নিয়েই সফলতা আনতে হবে। সময়ের সাথে সাথে দেশ এগিয়ে যাচ্ছে। একইভাবে এগিয়ে যাচ্ছে গণমাধ্যমও। যদিও বর্তমানে গণমাধ্যমের অনেক চ্যালেঞ্জ রয়েছে তারপরও তৃণমূল গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে সংবাদের সঠিক ব্যবহার করে গণমাধ্যমকে এগিয়ে নিতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তি এখনো নানানভাবে সক্রিয় রয়েছে। তাই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই ডেইলি সুনামগঞ্জডটকম এগিয়ে যাক। এ সময় বক্তারা ডেইলি সুনামগঞ্জডটকম এবং সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকুর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।