• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে নব বর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৩
সুনামগঞ্জে নব বর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: আসন্ন বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মলেন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহি উদ্দিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, , বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, অ্যাড. রইস উদ্দিন আহমেদ, জেলা পার্সপোর্ট অফিসের সহকারি পরিচালক সাইফুল হাসান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা তথ্য কর্মকর্তা আব্দুর সাত্তার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দেবাদাস চৌধুরী রঞ্জন, বিধান বণিক, জেলা পূজা উদযাপন বিমান রায়,  চেম্বার অব কমার্সের পরিচালক জিএম তাশহিজ প্রমুখ।