লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:সুনামগঞ্জে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও অনলাইনে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ(বিএনএনসি) ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে এবং সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ(বিএনএনসি)’র মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিাভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. আহমদ হোসেন।
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ফলিত গবেষণা ইস্টিটিউট-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু প্রমুখ।
প্রজেক্টরের মাধ্যমে পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ(বিএনএনসি)’র উপপরিচালক ডা. সাজিয়া আন্দালিব। বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনলাইনে অন্তর্ভুক্তকরণ ও মনিটরিং প্রেজেনস্টেশন করেন, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ(বিএনএনসি)’র উপপরিচালক ডা. আকতার ইমাম।