• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মারমা নারী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষককে গ্রেফতারের দাবীতে পিসিপি’র মানব বন্ধন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৩
মারমা নারী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষককে গ্রেফতারের দাবীতে পিসিপি’র মানব বন্ধন

|| মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||

সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এক মারমা নারীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষক কায়সারকে গ্রেফেতার করে দৃষ্টামূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছে।


রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন, জেলা পিসিপি সভাপতি জিকো চাকমা।

জেলা শাখা পিসিপি আয়োজিত ঘন্টা স্থায়ী এ মানব বন্দনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আইনজীবি সুষ্মিতা চাকমা,পি.পি. পি কেন্দ্রীয় সহ-সভাপতি থোয়াইক্য জাই চাক, পার্বত্য চট্টপাম যুব সমিতি জেলা কমিটি সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা,রাঙামাটি জেলা শাখা হিল উইমেস ফেডারেশন সভাপতি ম্রানু সিং মারমা প্রমূখ নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে পিসিপি জেলা সাধারণ সম্পাদক টিকেল চাকমার উপস্থাপনায় স্বাগত বক্তৃতা করনে, রাজমাটি জেলা পিসিপি সাংগঠানর সম্পাদক রনেল চাকমা।

মানব বন্ধনে বক্তারা বলেন, পাহাড়ের নারীরা আজ কোন খানে নিরাপদ নয়। মাঠে-ঘাটে, ক্ষেতে- খামারে গেলেই ধর্ষণ, নির্যাতন ও হত্যাকান্ডের সম্মুখীন হচ্ছে। ধর্মীয় বা সাম্প্রদায়িক মনোভাব থেকে ধর্ষক কায়সারকে যেন কোন ভাবেই ছাড় দেয়া না হয়। প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাইছি। এ ধর্ষণ কান্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।