বিবিএন ডেস্ক:সেভ ছাতকের সরাইখানায় বিনামূল্যে আতিথিয়েতা গ্রহণ করেছেন অর্ধ শতাধিক মুসাফির, অসহায় ও দুস্থ মানুষ। শুক্রবার বাদজুম্মা ছাতক কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে
অসহায়-পথিক, ভিক্ষুক ও ছিন্ন মুল মানুষের জন্য এক বেলা উন্নত খাবারের আয়োজন করেছে সেভ ছাতক নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
তাদের আয়োজনে ছিলো ভালো মানের খাবার ও পানি পরিবেশন। বসার ও ব্যবস্থা ছিলো। কেন্দ্রিয় শহিদ মিনারে অসহায়-পথিক, ভিক্ষুক ও ছিন্ন মুল মানুষের ডেকে নিয়ে আতিথিয়েতা করানো হয় দুস্থদের।
একবেলা অসহায় অর্ধ শতাধিক মানুষ পেটপুরে খেয়েছেন
সরাইখানায়। এভাবে তাদের আরো আয়োজন রয়েছে বলে জানান, সেভ ছাতক এর দায়িত্বশীল জুবায়েদ আহমদ।
সেভ ছাতকের সরাইখানা আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগবাড়ি জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আবুল লেইছ ফারুকী,সৌদী প্রবাসি আলতাফ মিয়া তালুকদার, মুতাছিম বিল্লাহ,ফাবিল আহমেদ পাবেল, ইমন মিয়া, এড.ফয়জুল আহমেদ পাবেল,রবিন আহমদ,মাহিব আহমদ।
এ সময় সেভ ছাতকের ভলান্টিয়ার মোঃ হুছাম উদ্দিন, সাইদুর রহমান সাঈদ, জুনেদ আহমেদ, ময়নুল হোসেন, শামিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।