• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাবেক এমপি মিলনের কন্যা মাহি বিবিএ’তে দেশসেরা,চ্যান্সেলর’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ডে ভূষিত

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৩
সাবেক এমপি মিলনের কন্যা মাহি বিবিএ’তে দেশসেরা,চ্যান্সেলর’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ডে ভূষিত

আতিকুর রহমান ছাতক থেকে:সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার ৩বারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এমপির কন্যা যারিন তাসনিম আহমেদ মাহি বিবিএ”তে দেশ সেরা। চ্যান্সেলর’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ডে ভূষিত।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র কৃতি শিক্ষার্থী এমপি কন্যা যারিন তাসনিম আহমেদ মাহি বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ নাম্বার পেয়ে দেশ সেরা নির্বাচিত হওয়ায় তাকে চ্যান্সেলর’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) এ ভূষিত করা হয়েছে ।

মাহি, সুনামগঞ্জ -৫, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার ৩বারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও গৃহিণী ফেরদৌসী বেগম হেনা’র কনিষ্ঠ কন্যা এবং ছাতক পৌর এলাকার বাগবাড়ি মহুল্লার বাসিন্দা।

২২ফেব্রুয়ারী (বুধবার) ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে অনুষ্টিত সমাবর্তন অনুষ্ঠানে তাকে চ্যান্সেলর’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) প্রদান করেন বাংলাদেশের রাষ্ট্রপতি এড.আব্দুল হামিদ ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি।