• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১০০ ঘণ্টা আটকা, উদ্ধারের সময় কোরআন তেলাওয়াত করছিল যুবক (ভিডিওসহ)

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৩
১০০ ঘণ্টা আটকা, উদ্ধারের সময় কোরআন তেলাওয়াত করছিল যুবক (ভিডিওসহ)

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ভূমিকম্পের পর পাঁচ দিন পেরিয়ে গেছে। এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছে বহু মানুষ। উদ্ধারকারীরা নিরলস কাজ করে যাচ্ছেন। কিন্তু যত সময় যাচ্ছে ততই জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে যাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ১০০ ঘণ্টারও বেশি সময় পর ধ্বংসস্তূপ থেকে এক যুবককে উদ্ধার করা হয়েছে। ওই যুবককে যখন ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছিল, তখন তিনি পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন।

তাদের ফেসবুক পেজে এ ঘটনার ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা গেছে, ওই ব্যক্তি উদ্ধারের সময় সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করছিলেন।