• ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে সারাহ সুপার শপের উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৩
সুনামগঞ্জে সারাহ সুপার শপের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকায় মেগা শপ ‘সারাহ সুপার শপ’র উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে শপটির ফিতা কেটে উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪  আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,  বিটিবি’র সিলেট বিভাগের ব্যুরো চিফ মুক্তাদির আহমেদ মুক্তা, পৌর কাউন্সিলর আবুল হাসনাত মো. কাউসার, সাংবাদিক আশিকুর রহমান পীর, দিলাল আহমেদ, মনোয়ার চৌধুরী প্রমুখ।

শপটি কর্ণদার তানভীর আহমেদ বলেন, মানুষের চাহিদার কথা ভেবে এবং পরিবারকে সুস্থ রাখার প্রচেষ্টায় ১০০% নিরাপদ পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা, এখানে কসমেটিক্স, এমিটেশন জুয়েলারী শোপিছ,  জন্মদিন ও বিবাহের উপহার সামগ্রী, ঘর সাজানোর পণ্য, ষ্টেশনারী আইটেম -খাতা, কলম পেন্সিল, ইলেকট্রিক পণ্য, দেশী-বিদেশী চকলেট,  দেশী-বিদেশী ড্রিংক্স,  ইগলু আইসক্রীম, ফ্রজেন আইটেম, ফাস্ট ফুড, দই-রসমালাই,  নিত্য প্রয়োজনীয়- চাউল, ডাল, তৈল, মশলা, আলু, মাছ, মাংস, ডিম, সবজী ও অন্যান্য সকল প্রকার পণ্য পাওয়া যাবে।