নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক এই সম্মেলনে গতকাল সদ্য সাবেক সভাপতি বর্ষীয়াণ রাজনীতিবিদ ও সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে জাতীয় কমিটির সদস্য হিসাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
এদিকে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সহ-সভাপতি জননেতা নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক হিসেবে নেত্রীর নির্দেশেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
ঘোষণার আগে আলহাজ্ব মতিউর রহমান সম্পর্কে কাদের বলেন,আমাদের নেত্রী আলহাজ্ব মতিউর রহমান সাহেবকে সম্মান করেন, তিনি নেত্রীর ঘোর বিশ্বস্থ লোক। আমরাও তাকে স্যালুট করি। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ২টায় স্থানীয় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
দলীয় নেতাকর্মীরা বলেন,আলহাজ্ব মতিউর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত এমপি ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর স্থলাভিষিক্ত হয়েছেন। দলের শীর্ষস্থানীয় এ পদটিতে সিলেট বিভাগের ৩ নেতা মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্বে ছিলেন। সর্বশেষ এ পদে মূল্যায়ন করা হলো আলহাজ্ব মতিউর রহমানকে। জাতীয় কমিটির সদস্য পদটিও বাংলাদেশ আওয়ামী লীগের আরেকটি গুরুত্বপূর্ণ পদ। এ পদে অতীতে সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও দলীয় সাধারণ সম্পাদক আয়ূব বখত জগলুল দায়িত্ব পালন করেছেন। তিনি জননেত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন ঘনিষ্ট ছিলেন। এ পদে ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে মূল্যায়ন করেছেন নেত্রী শেখ হাসিনা।