নিজস্ব প্রতিবেদক:দীর্ঘ আট বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে আজ শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।।

পদ প্রত্যাশী নেতাকর্মীদের তৎপরতা দেখে ও জেলার আওয়ামীলীগের রাজনৈতিক কর্মতৎপরতা দেখে সম্মেলনকে ঘিরে হিসেবে নিকেষ করে কেন্দ্রীয় নেতারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি শক্তি ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।