• ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সদর উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৩
সুনামগঞ্জ সদর উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মাসিক  সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়াম্যান খায়রুল হুদা চপল,  ভাইস চেয়ারম্যান , আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বাতেন, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া, অফিসার ইনচার্জ মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী,  ইউপি চেয়াম্যান আবুল বরকত, মো. নুরুল হক প্রমুখ। সভায় উপজেলার ৮ ইউপির চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।