• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আল ইসলাহ মিশিগান নর্থ ডিভিশনের কমিটি গঠন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৩
আল ইসলাহ মিশিগান নর্থ ডিভিশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: আনজুমানে আল ইসলাহ আমেরিকার মিশিগান নর্থ ডিভিশনের কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (৬ ফেব্রুয়ারী) স্থানীয় আল ইহসান ইসলামিক সেন্টার ওয়ারেন এর হল রুমে সাবেক সভাপতি মাওলানা শিহাব উদ্দিন খান’র সভাপতিত্বে ও মাওলানা কবির আহমদের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে হাফেজ মো. হিফজুর রহমানকে সভাপতি ও মাওলানা মুহাম্মদ শাহরিয়াদ মাজেদকে সাধারণ সম্পাদক ও কাজী মুহিতকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট মিশিগান নর্থ ডিভিশনের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি সেলিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মো. জামান শেখ, কোষাধ্যক্ষ মো. জয়নুল আম্বিয়া, প্রচার ও অফিস সম্পাদক মো. মিজানুর রহমান, প্রশিক্ষণ ও সমাজকল্যান সম্পাদক মো. আবদুল হাকিম। সদস্য আশরাফুল ইসলাম রাসেল, মজিবুল হক. মাহমুদ আহমদ চৌধুরী, কাজী ক্বারী গিলমান।

সভায় মাস্টার ইমাদ উদ্দিন, মাওলানা বিলাল আহমদ, জিল্লুর রহমান, জাহান কুরাইশী, মাওলানা ইহসানুল কবিরসহ আরও অনেকই সভায় উপস্থিত ছিলেন। শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।